পুস্প রঞ্জন আচার্যের শিল্পকর্ম নেত্রকোণায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পুস্প রঞ্জন আচার্য পরিশ্রমী এক ভাস্কর্য শিল্পী। ...
পুস্প রঞ্জন আচার্যের শিল্পকর্ম নেত্রকোণায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

পুস্প রঞ্জন আচার্য পরিশ্রমী এক ভাস্কর্য শিল্পী। মাটির বিকল্প সহজ ও টেকসই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি।তার উদ্ভাবিত নতুন প্রযুক্তি দিয়ে বিভিন্ন বিষয়ের উপর তৈরি করে থাকেন ভাস্কর্য।বিশেষ ভাবে তৈরি শিল্পী পুস্প রঞ্জনের ভাষা আন্দোলন ,মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময়ের ঘূর্নিঝড় সহ বিপুল পরিমান ভাস্কর্য তৈরি করে বিভিন্ন প্রদর্শনী ও সুধী মহলে প্রসংসা কুড়িয়েছেন।

নেত্রকোণা সদর থানা বাংলা গ্রামের এক মৃৎশিল্পী পরিবারে পুস্প রঞ্জন আচার্যের জন্ম।তার বাবা গোবিন্দ আচার্য ছিলেন একজন মৃৎশিল্পী ১৯৭৯ সালে উদ্ভাবন করেন নতুন প্রযুক্তি।মাটির বিকল্প এই প্রযুক্তিতে ব্যবহার করতে হয় বোর্ড পেপার কপিল বার্নিশ,জিংক অক্সাইড,মযদা সহ বিভিন্ন ধরনের রং এ দিয়ে তৈরী করেন।বিভিন্ন ভাস্কর্য তিনি মাটির বিকল্প এই প্রযুক্তি কে কাজে লাগাতে চান প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে তার শিল্পকর্মকে আরও উন্নত করা যাবে বলে দাবি করেন।
পুস্প রঞ্জন আচার্যের সুস্থ্য সমাজ বিনির্মানের আহ্বান

পাখির বিষ্ঠা থেকে জন্ম নেয় বিভিন্ন রকম পরগাছা।সতর্ক না থাকলে ফাটল ধরিয়ে ধসিয়ে দেয় সুন্দর সুন্দর অট্টালিকা স্বৃতিসৌধ আরও কত কি মানব সমাজেও পরগাছার মত কিছু সংখ্যক লোক আছে এরা সুন্দর সমাজটাকে ধসিয়ে দিচ্ছে।এসিড,ছিনতাই,ধর্ষন,অপহরন,নির্যাতন এসব নানান অসামাজিক কাজে লিপ্ত আছে।ঘাত প্রতিঘাত সহ্য করে সমাজ বেঁচে আছে।তবে কেন? কেন? এত অবক্ষয় সমাজে।আসুন সবাই মিলে সমাজটাকে সুন্দর ও দেশটাকে শোষন ও কলঙ্ক মুক্ত নিষ্ঠাবান সমাজ গড়ি।

COMMENTS