ভাষা সুর ছন্দময় ভঙ্গিতে যার কন্ঠস্বর ১৯৭১ সনে বাংলঅদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ তথা মুক্তিপাগল মানুষদের উজ্জীবিত করত সেই দেবদুলাল ব...
ভাষা সুর ছন্দময় ভঙ্গিতে যার কন্ঠস্বর ১৯৭১ সনে বাংলঅদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ তথা মুক্তিপাগল মানুষদের উজ্জীবিত করত সেই দেবদুলাল বন্দোপাধ্যায় আজ আর নেই।
তিনি গত ২ জুন ২০১১ ইং তারিখ রাতে দক্ষিন কলিকাতা রবীন্দ্র সরোবর নেক সংলগ্ন তার নিজ অ্যাপার্টমেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে আমার শোকাহত মার্মাহত হয়েছি । ৭১ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আকাশবানী ও স্বাধীন বাংলা বেতার কেণ্দ্র থেকে চমক চমক সংবাদ পাঠ করে স্বাধীনতাকামী মানুষের মধ্যে মনোবল যোগীয়েছেন সেই মহান দিন দিন গুলোতে যার কন্ঠ সন্ধ্যার পর শোনা যেতো আর মুক্তি পাগল মানুষ তার কন্ঠ যাদুর মত ও দেবদূত বানী বলে নতুন দিনে নতুন করে শিহরন জাগাত । শত কোঠি মানুষের প্রানে প্রানে সে দিন স্পন্দন হতো যার কন্ঠস্বর।
স্বাধীনতা যুদ্ধে অপরিসীম অবদান রাখায় ভারত সরকার তাঁকে প্রদ্মশ্রী সম্মাননা প্রদান করেন। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে।
ডিজিটাল নেত্রকোণা ও স্মৃতি একাত্তর সাহিত্ত পরিষদ
সম্পাদক সুভাষ রঞ্জন দত্ত |
COMMENTS