আজ পহেলা বৈশাখ-১৪১৮ নবপ্রভাতে বাঙালির জীবনের চারিদিকে নতুনের কেতন উড়িয়ে এসেছে বৈশাখ। আকাশ-বাতাশ ও প্রকৃতিতে অগ্নিস্নানে শ...

আজ পহেলা বৈশাখ-১৪১৮
নবপ্রভাতে বাঙালির জীবনের চারিদিকে নতুনের কেতন উড়িয়ে এসেছে বৈশাখ। আকাশ-বাতাশ ও প্রকৃতিতে অগ্নিস্নানে শুচি করে তুলতে এল বৈশাখ। বাংলা নববর্ষে বাঙালির কায়মনো প্রার্থনা ; যা কিছু ক্লেদ,গ্লানি,পাপ,মোঢ়তা,যা কিছু জীর্ণ-শীর্ণ-দীর্ণ, যা কিছু পুরাতন তা বৈশাখের রুদ্র দহনে পুড়ে হোক ছাই।বর্ষবরনের উৎসবের আমেজে মুখরিত আজ বাংলার চারিদিক।নতুন আবাহনে কবি গুরুর সেই চিরায়িত সুর বাঙালির প্রানে প্রানে অনুরণন তুলবে,এসো হে বৈশাখ এসো এসো।এ উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় গ্রাম-গঞ্জে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। নেত্রকোণা জেলা প্রসাশনের উদ্যোগে বর্ষবরন অনুষ্ঠান,শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব ব্যবস্থাপনায় শোভাযাত্রা,ঐতিহ্য বাঙালির খাবার পরিবেশন,জাঁকজঁমক পূর্নভাবে প্রহেলা বৈশাখ উদযাপন, মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শুভ বাংলা নববর্ষ ১৪১৮ নতুন বছর সকলের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ.....
ডিজিটাল নেত্রকোণা ও এস.এম. মাল্টিমিডিয়ার
পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছ।

COMMENTS