জেলায় ৪০ জন জিপিএ-৫ পেয়েছে এবার এইচ.এস.সি পরীায় জেলার বিভিন্ন কলেজ থেকে ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। নেত্রকোণা সরকারী কলেজ শীর্ষে রয়েছে ...
এবার এইচ.এস.সি পরীায় জেলার বিভিন্ন কলেজ থেকে ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। নেত্রকোণা সরকারী কলেজ শীর্ষে রয়েছে ওই কলেজ থেকে বিজ্ঞানে ১০,বাণিজ্যে ৭,মানবিকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে নেত্রকোণা সরকারী মহিলা কলেজ থেকে বিজ্ঞানে ৩ ও মানবিকে ৬ জন।এছাড়া আবু আব্বাস ডিগ্রি কলেজে বিজ্ঞানে ২,মানবিকে ২,বানিজ্যে২ ও কারিগরি শাখায় ১ জন।তাছাড়া মোহনগঞ্জ মহিলা কলেজ থেকে ৫ জন ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।এবারের ফলাফলে জেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদেও তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।৪০ জনের মধ্যে ২৫ জন ছাত্রী ও ১৫ জন ছাত্র।
COMMENTS