বাঙ্গালী জাতির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী ও উচ্চবিলাষী সেনা অফিসাররা বাঙ্গালী জাতির স্থপতি,বিশ্বের বাংলা ভাষাভাষীদের...
বাঙ্গালী জাতির শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী ও উচ্চবিলাষী সেনা অফিসাররা বাঙ্গালী জাতির স্থপতি,বিশ্বের বাংলা ভাষাভাষীদের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নিষ্ঠুরভাবে হত্যা করে।দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপন উপলে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,স্মৃতি একাত্তর সাহিত্য পরিষদ ও বিভিন্ন সংগঠন শোক দিবস টি পালন উদ্দেশে দিনভর কর্মসূচি গ্রহন করেছে।এদিকে জেলা প্রশাসন কর্তৃক গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে :
সময় | কর্মসূচী |
সূর্যদয়ের সাথে সাথে | সকল সরকারি,আধা সরকারি,স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকব। |
সকাল ৯ ঘটিকা | মোক্তারপাড়া মুক্ত মঞ্চে জাতীয় জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ । |
সকাল ১০ ঘটিকা | মহুয়া অডিটরিয়ামে আলোচনা সভা। |
বাদ আসর | কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি,মিলাদ ও দোয়া মাহফিল। |
সুবিধা জনক সময়ে | অন্যান্য মসজিদে কোরআনখানি,মিলাদ ও দোয়া মাহফিল। |
সুবিধা জনক সময়ে | মন্দির,গির্জা,প্যাগোডায় বিশেষ প্রার্থনা। |
সুবিধা জনক সময়ে | বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা,জাতীয় শোক দিবসের সাথে সংগতি পূর্ন কবিতা পাঠ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,হামদ ও না'থ প্রতিযোগিতা,মিলাদ মাহফিল ও মোনাজাত। |
ইফতারের সময় | ইফতারের সময় হাসপতাল,কারাগার ও শিশু সদনে উন্নত মানের ইফতার ও খাবার পরিবেশন। |
COMMENTS