গত ১৫ই সেপ্টেম্বর জাতীয় কর দিবস ২০১০ ইং তারিখ জাতীয় অনুষ্ঠানে নেত্রকোণা জেলার সফল ৫ ব্যবসায়ীকে করদাতা সম্মাননা ও সনদ...
গত ১৫ই সেপ্টেম্বর জাতীয় কর দিবস ২০১০ ইং তারিখ জাতীয় অনুষ্ঠানে নেত্রকোণা জেলার সফল ৫ ব্যবসায়ীকে করদাতা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। ব্যবসায়ীগণ হচ্ছেন দীর্ঘ সময় কর প্রদানকারী বাম থেকে রাধাচরণ সাহা রায় এর পক্ষে তাঁর পুত্র বিপ্লব সাহা রায় মোহনগঞ্জ নেত্রকোণা , বীরেন্দ্র কুমার পাল এর পক্ষে তাঁর পুত্র সুমন পাল বারহাট্টা নেত্রকোণা, সর্ব্বোচ্চ কর প্রদানকারী মি. সমীরণ চৌধুরী বড়বাজার নেত্রকোণা, মোহাম্মদ আজাদ রহমান বড়বাজার নেত্রকোণা, সৈয়দ আতিকুর রহমান নাগড়া নেত্রকোণা। সাধারণ ব্যবসায়ীগণকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঢাকা বেলী রোডস' অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে করদাতা সম্মাননা ও সনদপত্র প্রদান করেন।
COMMENTS