৪ টি পৌরসভায় পুরুষ ভোটার ৪৫ হাজার ৬ শ ১৭ জন এবং মহিলা ভোটার ৪৬ হাজার ৩ শত ৩৯ জন নেএকোণা জেলার ৪ টি পৌরসভার মধ্যে...

নেএকোণা জেলার ৪ টি পৌরসভার মধ্যে নেএকোণা সদর,কেন্দুয়া,দূর্গাপুর ও মোহনগঞ্জ আগামী ১৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।মেয়র প্রার্থীদের মধ্যে নেএকোণা পৌরসভায় ০৩, কেন্দুয়া পৌরসভায় ০২, দূর্গাপূর পৌরসভায় ০৫ এবং মোহনগঞ্জ পৌরসভায় ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধী করছেন।তাছাড়া সংরক্ষিত আসনে ৪৫ জন (মহিলা)ও সাধারন আসনে ১৫৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন।পৌরসভায় পুরুষ ভোটার ৪৫ হাজার ৬ শত ১৭ জন এবং মহিলা ভোটার ৪৬ হাজার ৩ শত ৩৯ জন মহিলা ভোটার ভোট প্রদান করবেন।ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে নেএকোনায় ২৪ টি,কেন্দুয়ায় ৯ টি,দূর্গাপুর ৯ টি,মোহনগঞ্জে ৯ টি।
COMMENTS