ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলার চারটি পৌরসভার চারটির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৩টি এবং বিএনপি সমর...

ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলার চারটি পৌরসভার চারটির ফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৩টি এবং বিএনপি সমর্থিত প্রার্থী ১টিতে জয়ী হয়েছেন।
নেত্রকোণা সদর নেত্রকোণা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী প্রশান্ত রায় (তালা) ১৫ হাজার ৫৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান খান (আনারস) ১৩ হাজার ৩১ ভোট পেয়েছেন।
মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রাথী মো. মাহবুবুল নবী শেখ (আনারস) ৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী লতিফুর রহমান রতন ৩ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী জয়নাল আবেদীন (আনারস) ৩ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল পাশা ২ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন।
কেন্দুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী আব্দুল হক ভূঁইয়া (আনারস) ৫ হাজার ৭৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার মজনুর রহমান (তালা) ৩ হাজার ৭১৫ ভোট পেয়েছেন।
COMMENTS