নেত্রকোনার সুসং - দূর্গাপুর পর্যটক শূন্য বিজয় চন্দ্র দাস , সদর প্রতিনিধি : নেত্রকোনার সোমেশ্বরী নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য...

নেত্রকোনার সুসং-দূর্গাপুর পর্যটক শূন্য
বিজয় চন্দ্র দাস, সদর প্রতিনিধি : নেত্রকোনার সোমেশ্বরী নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত অববাহিকায় সুসং দূর্গাপুরে এবার ভরা মৌসুমেও পর্যটকদের দেখা মিলছে না। অথচ প্রতিবছর এ সময় পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠে নেত্রকোনা। দেশের নানা স্থান থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসু পর্যটকরা দূর্গাপুর পৌঁছার আগেই নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সুসং-দূর্গাপুর-বিরিশিরি-পূর্বধলা-শ্যামগঞ্জ যুক্ত ৩৭ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে রয়েছে। এ সড়কের ১২টি সেতু এখন ঝুঁকিপূর্ণ। আর চারটি বেইলি সেতু, একটি পাকা সেতু ভেঙ্গে পড়েছে। প্রতিদিন এ সড়কে চলাচলকারী সীমান-বর্তী দূর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দূভোর্গ চরমে পৌছেছে।
দূর্গাপুরের রয়েছে বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমি, গারো পল্লী তাদের বিচিত্র জীবন। নদীর কোল ঘেষে বিশাল পাহাড়, বিজয়পুরের দৃষ্টিনন্দন সাদা মাটি। এছাড়া রয়েছে সুসংরাজার রাজবাড়ী এবং বিশাল সবুজ উপত্যকা।
দূর্গাপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিগত বিএনপি সরকার তালিকাভূক্ত করলেও তা বাস-বায়ন করা হয়নি। ব্রিজ, কালভার্ট সড়ক সংস্কার করে দূর্গাপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থান সৃষ্টিসহ সরকারি রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।
COMMENTS