ডেস্ক রিপোর্ট: আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে সারা দেশে প্রকাশ হতে যাচ্ছে। বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় উপ-কমিটি ও ঢাকা...
ডেস্ক রিপোর্ট:আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে সারা দেশে প্রকাশ হতে যাচ্ছে।বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় উপ-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এ কথা জানান।তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় সবগুলো বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করা হবে। এরপর দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে।এবার আটটি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার ২ জন। এদের মধ্যে আটটি শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় মোট ৯ লাখ ৮১ হাজার ৮৬০ জন। আর মাদ্রাসা থেকে ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ৮৩ হাজার ৪৩১ জন অংশ নেয়।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় ৩ লাখ ৮৯৮, রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৩০ হাজার ৬৮৮, কুমিল্লায় ১ লাখ ১৬ হাজার ৪০০, যশোরে ১ লাখ ৩০ হাজার ৬৩৮, চট্টগ্রামে ৭৬ হাজার ৯৫৯, বরিশালে ৬১ হাজার ৮২৮, সিলেটে ৪৮ হাজার ৫২৭ এবং দিনাজপুর থেকে ১ লাখ ২৫ হাজার ৯২২ জন।
পরীক্ষা কেন্দ্র ছিল। ২ হাজার ১৮১টি। পরীক্ষায় ২৬ হাজার ২৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ক্রমিক নম্বর দিয়ে ফল পাওয়া যাবে।
COMMENTS