ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ঠাকুরাকেণায় কংস নদের ফেরিঘাটে রোববার রাতে মাল বোঝাই ট্রাক আটকে নেত্রকোণা-মোহনগঞ্জ ও নেত্রকোণা-কলমাকান্দা ...

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ঠাকুরাকেণায় কংস নদের ফেরিঘাটে রোববার রাতে মাল বোঝাই ট্রাক আটকে নেত্রকোণা-মোহনগঞ্জ ও নেত্রকোণা-কলমাকান্দা সড়কে সরাসরি যানবাহন চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। ফলে ওই দুটি সড়কে চলাচলরত যাত্রী সাধারণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে , কংস নদে পানি বৃদ্ধি পাওয়ায় গত ৫ মে নেত্রকোণা-মোহনগঞ্জ ও নেত্রকোণা-কলমাকান্দা সড়কে বিকল্প সড়ক ভেঙ্গে যায়।পরে ৮ মে রোববার নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগ যানবাহন চলাচলের জন্য ফেরি চালু করে।এক সপ্তাহের ব্যবধানে রোববার রাতে মোহনগঞ্জ থেকে নেত্রকোণা গামী অতিরিক্ত মাল বোঝাই ট্রাক ফেরিতে উঠার সময় ধেবে যায়।এতে করে ওই সড়কে চলাচলরত বাস,ট্রাক সহ সকল প্রকার যানবাহন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।ফলে ওই দুটি সড়ক দিয়ে চলাচলরত যাত্রী সাধারণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
COMMENTS