বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব গত মঙ্গলবার সাত বছরে পা দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার প্রোগ্রামার জাভেদ করিম, ...

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব গত মঙ্গলবার সাত বছরে পা দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার প্রোগ্রামার জাভেদ করিম, সহকর্মী স্টিভ চ্যান ও চাদ হার্লি পরীক্ষামূলকভাবে ২০০৫ সালের ২৩ মে সাইটটি চালু করেন।
২০০৫ সালে পেপালে কর্মরত অবস্থায় তাঁরা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন। ওই বছরই তাঁরা আনুষ্ঠানিকভাবে www.youtube.com ডোমেইন নিবন্ধন করেন। সাইটটির উদ্দেশ্য হচ্ছে, ব্যবহারকারীর আপলোড করা ভিডিও স্ট্রিমিং (ভিডিও ফাইলের আকার ছোট করে প্রদর্শনের বিশেষ প্রযুক্তি) করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়া। খুব কম সময়েই সাইটটি জনপ্রিয়তা লাভ করে। ২০০৬ সালে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল এটি কিনে নেয়।
সাইটটিতে ব্যক্তিগত, চ্যানেল, ইতিহাস, সংস্কৃতি, দূরশিক্ষণসহ বিভিন্ন ভিডিও আপলোড ও ডাউনলোড করা যায়। ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীরা প্রতিদিন এ সাইটে তিন বিলিয়নবার ভিডিও দেখেন এবং প্রতি মিনিটে এখানে ৪৮ ঘণ্টা ভিডিও আপলোড করা হয়।
বর্তমানে পৃথিবীর ২২টি ভাষায় ইউটিউব ব্যবহার করা যায়।
COMMENTS