বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে ওই তথ্য জানান...
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে ওই তথ্য জানানো হয়েছে।
৫ জুন বিএনপি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্ব ও ২০১০ সালের বিবিএ প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণে আংশিক পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ি ২০০৮সালের মাস্টার্স শেষ পর্বের পূর্বঘোষিত ৫ জুন তারিখের (পুরাতন ও নুতন সিলেবাসের) পরীক্ষা ১২ জুন এবং পূর্বঘোষিত ১২ জুন তারিখের পরীক্ষা ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুরু হবে সকাল ৯ টায়।
এ ছাড়া ২০১০ সালের বিবিএ প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা ৫ জুনের পরিবর্তে ১২ জুন অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়।
বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।
COMMENTS