২০১৫ সালে ইন্টারনেটে তথ্য বিনিময়ের পরিমাণ বর্তমান সময়ের তুলনায় চার গুণ বাড়বে। বৃদ্ধি পাবে ইন্টারনেট ব্যবহারে সক্ষম ডিভাইসের সংখ্যাও...

২০১৫ সালে ইন্টারনেটে তথ্য বিনিময়ের পরিমাণ বর্তমান সময়ের তুলনায় চার গুণ বাড়বে। বৃদ্ধি পাবে ইন্টারনেট ব্যবহারে সক্ষম ডিভাইসের সংখ্যাও।
এ সময় বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করবে, যা প্রায় ৩০০ কোটি। নেটওয়ার্কিং পণ্য নির্মাতা সিসকো এ সব তথ্য জানিয়েছে।
সিসকোর ভাইস প্রেসিডেন্ট সুরাজ সেট্টি বলেন, 'ইন্টারনেটে অডিও, ভিডিও ও অন্যান্য তথ্য ব্যবহারের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু কম্পিউটারেই নয়, মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে।'
গত বছর ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন তথ্য ব্যবহারের হার ছিল ৯৭ শতাংশ। কিন্তু আগামী চার বছরের মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধাসংবলিত টেলিভিশনের ব্যবহার ব্যাপক হারে বাড়বে। ফলে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেটের ব্যবহার বর্তমানের তুলনায় ৮৭ শতাংশ কমে যাবে।
COMMENTS