শহরের প্রায় বেশ কয়টি গুরুত্ব পূর্ন স্থানে নেই রোড় ল্যাম্প । এর ফলে রাস্থা-ঘাট হয়ে পড়ে অন্ধ্যকারাছন্ন। রাস্তায় লোক জন সাভাবিক ভাবে চলাচ...

শহরের প্রায় বেশ কয়টি গুরুত্ব পূর্ন স্থানে নেই রোড় ল্যাম্প । এর ফলে রাস্থা-ঘাট হয়ে পড়ে অন্ধ্যকারাছন্ন। রাস্তায় লোক জন সাভাবিক ভাবে চলাচল করতে পারছেন না। শহরের বিভিন্ন স্থানে চলে অন্ধকারে ছিনতাই,চুরি। রাত দশটার পর লোক জন কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরতে ভয় পান। এলাকার লোক জনের কাছে জানতে গেলে তারা বলেন অন্ধকারে বসে বকাটে ছেলেদের আড্ডা।তারা আর বলেন যে যথাযথ কতৃপক্ষ যেন বিষয় টি দেখেন এবং এর সমাধান করেন।

COMMENTS