বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে গত ১৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতা ক...

বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে গত ১৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি। বাংলাদেশ কম্পিউটার সমিতির ময়মনসিংহ শাখার সহযোগিতায় নেত্রকোনার মহুয়া মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ূন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পৌর মেয়র প্রশান্ত কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার। তিনি এ অনুষ্ঠানে কম্পিউটারের ব্যবহার, গ্রাফিকস-বিষয়ক বিভিন্ন তথ্য ও সম্পাদনা এবং ইন্টারনেট বিষয়ে আলোচনা করেন। বিসিএসের পরিচালক ইউসুফ আলী শামীমের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইবিপিসির নির্বাহী কর্মকর্তা মীর শরিফুল বাশার, বিসিএস পরিচালক ইউসুফ আলী শামীম এবং বিসিএস পরিচালক ও এই কর্মসূচির সমন্বয়কারী শাহিদ-উল-মুনীর। প্রধান অতিথির বক্তব্যে হুমায়ূন কবীর বলেন, 'বিসিএস ও আইবিপিসির এই আয়োজনের মাধ্যমে নেত্রকোনার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে। প্রযুক্তির ব্যবহারে উৎসাহী হওয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার সুযোগও তৈরি হবে।
COMMENTS