পূর্বধলা প্রতিনিধি: স্বাধীনতার ৪০ বছর পর নেত্রকোনার পূর্বধলা রাজপাড়া গ্রামে হামিদ তালুকদারের বাড়িতে মাটি খুঁড়তে গিয়ে মানুষের হাড়গোর...
পূর্বধলা প্রতিনিধি: স্বাধীনতার ৪০ বছর পর নেত্রকোনার পূর্বধলা রাজপাড়া গ্রামে হামিদ তালুকদারের বাড়িতে মাটি খুঁড়তে গিয়ে মানুষের হাড়গোর পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদারদের হাতে নিহতদের কঙ্কালের অংশ।
এলাকাবাসী ও স্থানীয় ইতিহাস গবেষক আলী আহাম্মদ খান আইয়োব জানান, একাত্তরের ১ মে রাজপাড়া গ্রামের প্রবীন চিকিৎসক হেম বাগচীর বাড়িতে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকি হানাদার বাহিনী ডা. হেম বাগচীর ভাগিনা হরিদাস সিংহ ও কাজের লোক মেগুকে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেয়।
পরবর্তীতে ১৯৭২-৭৩ সালের দিকে হেম বাগচীর ছেলে সত্য বাগচী একই গ্রামের হামিদ তালুকদারের কাছে জায়গা-জমি বিক্রি করে ভারতে চলে যান।
এদিকে, রোববার দুপুরে হামিদ তালুকদার মাটি খুঁড়তে গেলে ওই জমির ভেতরে হাড়-গোড়ের অস্তিত্ব টের পেয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হকের উপস্থিতিতে মাটি খুঁড়ে মানুষের হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়।

COMMENTS