এবার ফেইসবুকে চালু হতে যাচ্ছে ভিডিও চ্যাট সুবিধা। এ সপ্তাহেই 'ফেইসবুক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে...

এবার ফেইসবুকে চালু হতে যাচ্ছে ভিডিও চ্যাট সুবিধা। এ সপ্তাহেই 'ফেইসবুক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় তথ্য প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদপত্র গুলো। সোশ্যাল মিডিয়া ব্লগ ম্যাশেবল জানিয়েছে, 'ভিডিও চ্যাটিং সুবিধা চালুর জন্য গত বছর অনলাইন ভিত্তিক ভয়েস এবং ভিডিও কল সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপের সঙ্গে চুক্তি করে ফেইসবুক। এরপর বেশ কয়েক মাস পার হলেও এবং ভিডিও চ্যাটিং বিষয়ে নীরব থাকলেও এখন প্রতিষ্ঠানটি চায় সেবাটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে। এ জন্য ৬ জুলাই সকাল ১০টায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। তবে সংবাদ সম্মেলনে ফেইসবুক ভিডিও চ্যাটিং সেবা উদ্বোধন করা হবে। এ বিষয়ে নিশ্চিত করেনি ফেইসবুক বা স্কাইপের কর্মকর্তারা। তবে আমাদের তথ্যসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।' ফেইসবুকের সিয়াটল অফিসের প্রকৌশলীরা ভিডিও চ্যাটিং সেবাটি ডেভেলপ করেছেন বলে খবর প্রকাশ করেছে টেকক্রাঞ্চ। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে ভিডিও চ্যাটিংয়ের সুযোগ পাবেন। তবে ফেইসবুকের এ চ্যাটিং সুবিধাটি কিভাবে পাওয়া যাবে সেটি নিশ্চিত করেনি কেউ। এটির জন্য আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে, নাকি ব্রাউজার থেকেই ভিডিওসেবা উপভোগ করা যাবে, সেটিও নিশ্চিত নয় কেউ। নিশ্চিত হতে অন্তত আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে ফেইসবুক ব্যবহারকারীদের।
COMMENTS