শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। ৫ হাজার বছর আগে এই ধরাধামে যখন ধর্মের পতন আর অধর্মের জয়গান শুর হয়েছিল তখন তিনি মথুরার (ভারতের উত্...
শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। ৫ হাজার বছর আগে এই ধরাধামে যখন ধর্মের পতন আর অধর্মের জয়গান শুর হয়েছিল তখন তিনি মথুরার (ভারতের উত্তর প্রদেশ) রাজা কংশের কারাগারে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল দেবকী আর পিতা বাসুদেব। ঐশীশক্তিতে বলীয়ান শ্রীকৃষ্ণের আগমনের পর ধরাধামে দুষ্টের দমন আর শিষ্টের পালন শুর হয়েছিল।
আজ ৪ঠা ভাদ্র ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলে নেত্রকোণায় জন্মাষ্ঠমী বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সর্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটি,নেত্রকোণা কর্তৃক। অপর দিকে সম্প্রতি কালে গঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত এবং সুভাষ রঞ্জন দত্তের নেতৃত্বে জন্মাষ্ঠমীর এক র্যালি কলেজ রোড় থেকে তেরী বাজার মোড় পর্যন্ত বের হয়। অবিরাম বৃষ্টির কারণে র্যালী শহর প্রদক্ষিন করতে পারেনি।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপন কমিটি নেত্রকোণা কর্তৃক ৫ দিন ব্যাপী জন্মাষ্ঠমী উৎসব পালন করে। প্রত্যহ সন্ধ্যায় শ্রী মদ্ভগবত গীতা পাঠ, পূজার্চনা, আলোচনা সভা, ঐতিহাসিক জন্মাষ্ঠমী শুভাযাত্রা, ভক্তিমূলক সংগীত ও পদাবলী কীর্ত্তন, কৃষ্ণলীলা প্রতিটি পর্বে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। উৎসব কর্মসূচীর আয়োজক এ. সিতাংশু বিকাশ আচার্য চৌধুরী ও পঙ্কজ কুমার সাহা রায়।
COMMENTS