আসছে গুগল টিভি আগামী ছয় মাসের মধ্যেই গুগল টিভি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্কিমিডিট। ব্যবহারকারীদের একসঙ্গে ইন...

আসছে গুগল টিভি
আগামী ছয় মাসের মধ্যেই গুগল টিভি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্কিমিডিট। ব্যবহারকারীদের একসঙ্গে ইন্টারনেট এবং টেলিভিশন ব্যবহারের সুযোগ দিতেই গুগল টিভি বাজারে আনা হবে। প্রাথমিকভাবে ইউরোপের বাজারে প্রথম গুগল টিভি বাজারজাত করবে গুগল। এরিক স্কিমিডিট আরো বলেন, 'যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান ভাবছে, গুগল টিভি ব্রডকাস্টার এবং টিভি কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ, কিন্তু আমাদের সে রকম কোনো উদ্দেশ্য নেই।' ২০১২ সালে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে গুগল টিভি বাজারজাত করা হবে
COMMENTS