ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর। সবার কণ্ঠে এখন একটাই সুর ‘ও মন রমজানে...
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর। সবার কণ্ঠে এখন একটাই সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দিবি শোন আসমানি তাগিদ।’
চাঁদ দেখার পর পরই মসজিদের মাইকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি। জানিয়ে দেওয়া হচ্ছে ঈদের জামাতের সময়সূচিও।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৩১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করেন।
আকাশে চাঁদ উঠার মধ্য দিয়ে প্রতিক্ষার প্রহর শেষ হয়েছে। বুধবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ)-এর মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই সংযম আর আনন্দের প্রতীক পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উৎসব শুরু হয়। সৃষ্টি হয় সংযম আর সম্প্রীতির বৈষম্যমুক্ত এক নতুন মূল্যবোধের।
ডিজিটাল নেত্রকোনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।

COMMENTS