সুভাষ রঞ্জন দত্ত : কচুরিপানার স্তুপের ভারে নেত্রকোণা সদরের প্রবাহিত ধলাই নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। কংস ও মগড়...

সুভাষ রঞ্জন দত্ত : কচুরিপানার স্তুপের ভারে নেত্রকোণা সদরের প্রবাহিত ধলাই নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। কংস ও মগড়া নদীর সংযোগ স্থলে বাধ নির্মানের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বিগত ১০-০১২ বছর ধরে ধলাই নদী ভরে গেছে কচুরি পানায়। এই কচুরি পানার স্তুপ এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে গতিহীন করেছে বলে এলাকাবাসীর দাবী। নেত্রকোণা সদরের উত্তর সাতপাই থেকে রাজুর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কচুরি পানার কারনে পানি দুষিত হচ্ছে। ফলে জনসাধারন নদীর পানি ব্যবহার করতে পারছেনা। প্রাকৃতিক সম্পদ মাছ ও মাছের পোনা উৎপাদন ব্যহত হচ্ছে। জনস্বার্থে দায়িত্বশীল মহল এ ব্যাপারে এগিয়ে আসবেন,ব্যবস্থা নেবেন দাবী ভুক্তভোগী মহলের।

COMMENTS